কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সেবামূলক অনুষ্ঠান। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান জনগণের দাড়গোড়ায় সেবা দিয়ে আসছে। সেবা প্রদানের ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানের অনেক অর্জন রয়েছে। খাদ্যশস্য উৎপাদনে ঠাকুরগাঁও জেলা জাতীয় উৎপাদনে বিশেষ অবদান রাখে। এজেলা প্রায় নিজের চাহিদা পূরণ করে প্রায় ৬ লক্ষ মে:টন খাদ্য শস্য দেশের অন্য জেলায় সরবরাহ করে। দেশের সর্বোচ্চ গম উৎপাদন হয় এ জেলায়। এছাড়াও
১। সরু ও সুগন্ধি ধানের আবাদও উৎপাদন বৃদ্ধি
২। ভূট্টার আবাদ ও উৎপাদন বৃদ্ধি
৩। আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধি
৪। আম ও লিচুর আবাদও উৎপাদন বৃদ্ধি
৫। শাকসব্জির আবাদ ও উৎপাদনবৃদ্ধি
৬। সকল ফসলের হাইব্রিড ও উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি
৭। সরিষা ও লিচু ফসলে মৌ-চাষ সম্প্রসারণ
৮। মাল্টা আবাদ সম্প্রসারন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS